বরিশালে হাতির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় জরিমানা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরিশাল প্রতিনিধি:

বরিশাল নগরীতে হাতি দিয়ে চাঁদাবাজি এবং হাতি পালনের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় মাহুতকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রোববার বিকেলে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো: শাহরুখ আলম শান্তুনু এ জরিমানা করেন বলে সামাজিক বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব জানান।

দণ্ডিত মাহুত মো. রাব্বি (২২) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামের বাসিন্দা। মাহুত রাব্বির কাছে থাকা হাতি মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের হাজী মইন উদ্দীনের। ১২ বছর পাঁচ মাস বয়সি মাদি হাতির নাম ‘ফুল সুন্দরী’।

সামাজিক বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, বরিশালের বানারীপাড়া থেকে একটি হাতি নিয়ে কুয়াকাটার উদ্দেশে রওনা দেন মাহুত রাব্বি। নগরী অতিক্রমকালে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও পথচারীদের কাছ থেকে হাতি দিয়ে চাঁদা উত্তোলন করা হয়।

তিনি বলেন, খবর পেয়ে নগরীর সাগরদী এলাকায় এসে মাহুতকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে নগরীর রূপাতলী হাউজিং এলাকার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে রাব্বিকে আটক করা হয়।
রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, তার কাছে থাকা হাতির পজেশন সার্টিফিকেট মেয়াদোত্তীর্ণ। তখন ভ্রাম্যমাণ আদালত এসে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, হাতিকে সার্কাসে ব্যবহার ও চাঁদাবাজির দায়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার টাকা দিয়ে ও ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা রেখে মাহুতকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।

বাংলাদেশে হরিণ, হাতি, ময়ূর ও কুমির লালন-পালনের জন্য বনবিভাগের কাছ থেকে অনুমতি নিতে হয়। সেটিকেই ‘পজেশন সার্টিফিকেট’ বলা হয়ে থাকে। প্রতি বছর এই সার্টিফিকেট নবায়ন কতে হয়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement