শাহিন চৌধুরীঃ
ঢাকার মিরপুর ১৪ প্রিন্স বাজারের হল রুমে উলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলের অনুষ্ঠান আয়োজিত হয়। হাফেজ সিয়াম আহমেদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়।
এরপর আরিফুল তার মধুর কন্ঠে একটি ইসলামীক সংগীত পরিবেশনা করেন। এসময় মুফতি আব্দুলাহ আল মনির তার বক্তব্যে বলেন, “২০২৫ রমজানের আজ প্রথম ইফতার মাহফিলে এতিমদের সাথে ইফতার করার সুযোগ করে দেয়ার জন্য জামায়াতে ইসলামী সকলকে ধন্যবাদ যানাই”।
ঢাকা মহানগরী উওর এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীর ঢাকা মহানগরী উওর তার বক্তব্যে বলেন, “রমজান মাসে আল কোরআন নাজিল হয়েছে তাই আমরা সকলে বেশি বেশি আল কোরআন তেলাওয়াত করার দাওয়াত দিয়ে তার বক্তব্য শেষ করেন”।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতে আমীর ডা. শফিকুল রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশে দফায় দফায় আলেম ওলামারা সব চেয়ে বেশি জেল খেটেছেন, আমি নিজেও অনেক জেল খেটেছিলাম আমাকে আয়না ঘরে রাখেমি কিন্তু আমাকে আয়না দেখানো হয়েছে। যে গাড়িতে আমাকে নেয়া হয়েছিল তখন ৃনে হয়েছিল আমি না আমার মত কোন দুর্ধষ সন্ত্রাসকে নিয়ে জাচ্ছেন আমার সামনে পেছনে সোয়াত টিম, পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনি, বক্তৃতায় তিনি একজন উস্তাদের শরিয়তের কাপড়ের সহযোগিতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পরেন। তিনি আরো বলেন, মানুষ মানুষকে ভালোবাসবেন এটাই আমাদের কাম্য। তবে আলহামদুলিল্লাহ সারে পনের বছর পর আমরা সকলে এখন ভালো আছি।
এবং সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সকলে সত্য খবর প্রকাশ করতে অনুরুধ করেন এবং সকল সাংবাদিকদের জন্য দোয়া করে তিনি তার তার বক্তব্য শেষ করেন।