নিজস্ব প্রতিবেদক:
দৈনিক আমাদের কন্ঠের সিনিয়র সাংবাদিক ইউসুফ আলীর বাবা সামসুল হক হাওলাদার(৯০) আর নেই। সোমবার (৩১মার্চ) দুপুর ২টায় নিজ বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুম সামসুল হক হাওলাদার পটুয়াখালীর বাউফল থানার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামের বাসিন্দা ছিলেন।
সামসুল হক হাওলাদার মৃত্যুকালে তিন পুত্র দুই কন্যা এবং নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন ।তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আগামীকাল মঙ্গলবার সকাল ৯ টায় মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করার কথা রয়েছে।
আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ সিনিয়র সাংবাদিক ইউসুফ আলীর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং জান্নাতে তার উচু মাকাম কামনা করে দোয়া করেন।