কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি রফিকুল ইসলাম জামাল বলেন, মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে এনে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করে উল্লাস করেছিলেন শেখ মুজিবুর রহমান তার মধ্য দিয়েই বিচারবহির্ভূত হত্যা এই দেশে প্রথম শুরু হয়েছিল। এই শেখ মুজিব তার ক্ষমতা প্রভাবিত করার জন্য শুরু করেছিলেন রক্ষী বাহিনী, সেই রক্ষী বাহিনীর আচরণ ছিল এদেশে গত ১৭টি বছর শেখ হাসিনা যেমন অধিকারের বিরুদ্ধে কাজ করেছে, প্রায় ৪২ হাজার মুক্তিযোদ্ধাদের হত্যার মধ্য দিয়ে সেই রক্ষী বাহিনীর মাধ্যমে স্বৈরশাসকের ভূমিকা শেখ মুজিব উপস্থিত হয়েছিল, আপনাদের মনে আছে ১৯৭৪ এর দুর্ভিক্ষের কথা? মানুষ এবং কুকুর যখন ঢাকার ডাস্টবিনের উৎকৃষ্ট খাবার খেত ঠিক তখন শেখ মুজিবর রহমানের পরিবারের ৪০ বছরের জন্মদিন পালন করতে ৪০ কেজি ওজনের কেক কেটে উৎসব পালন করা হয়েছিল।
তিনি আরো বলেন আমরা সকলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কর্মী, কেউ বড় দায়িত্ব নিয়ে আছে কেউবা সংক্ষিপ্ত জায়গায়র দায়িত্বে আছে কিন্তু আমাদের সকলের আদর্শ ও উদ্দেশ্য এক। সর্বশেষ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কথা বলেন।
জালালুর রহমান আকনের সভাপতিত্বে ও নিজাম মিরবহর, জয়নাল আবেদিনের সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি রফিকুল ইসলাম জামাল ধর্ম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি, বিশেষ অতিথি, মোঃ আবুল কালাম আজাদ সভাপতি রাজাপুর উপজেলা বিএনপি, এ্যাড, মাহেব হোসেন সদস্য ঝালকাঠি জেলা বিএনপি, মোঃ নাসিম উদ্দিন আকন সদস্য ঝালকাঠি জেলা বিএনপি, ব্যারিস্টার গোলাম জাকারিয়া কেন্দ্রীয় ছাত্র নেতা, এছাড়াও উপস্থিত ছিলেন ৬ ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
কর্মী সভা অনুষ্ঠানের অন্যান্য বক্তারা বলেন, কাঠালিয়া উপজেলার অন্তত ৪০ টি ভোট কেন্দ্র এখন বিএনপির দুর্গ হিসেবে থাকবে, রফিকুল ইসলাম জামাল ভাইয়ের নেতৃত্বে কাঠালিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ।