বেলাবতে নিখোঁজের একদিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মো: আকরাম হোসেন :

নিখোঁজের একদিন পর নরসিংদীর বেলাব তে কাঞ্চন মিয়া (৬০) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি)  সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বি.এম কলেজ সংলগ্ন সড়কের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত অটোরিকশা চালক কাঞ্চন মিয়া পাশ্ববর্তী মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমারা গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের বরাতে ওসি জানান, সকালে সড়কের পাশের একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন  থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের স্বজনরা থানায় গিয়ে মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি কাঞ্চন মিয়া। তাঁর নিখোঁজের পর এলাকায় মাইকিং করা হয়েছিল। এরই মধ্যে বেলাব থানা এলাকার ধানক্ষেতে তার মরদেহের খোঁজ পাওয়া গেলেও তার অটোরিকশাটির খোঁজ পাওয়া যায়নি। হত্যা শেষে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারনা পুলিশ ও স্বজনদের। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement