উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫ শত মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে mv TANAIS DREAM এবং জি টু জি চুক্তির আওতায় ( ২য় চালান) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে mv HONG LINH 1 জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
উল্লেখ্য, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ০১ লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার ৮ শত মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
সোমবার (১৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।