মঠবাড়িয়ায় বেড়িবাধের স্লুইজগেট ভাঙনে চলাচলে চরম দুর্ভোগ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরের মঠবাড়িয়া সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমাল এর তান্ডবে উপজেলার বিভিন্ন এলাকার অপূরনীয় ক্ষতির পাশাপাশি বেড়িবাধের ব্যপক ক্ষয়-ক্ষতি হয়। এ সময় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের হোগলপাতি গ্রামের বেড়িবাধের স্লুইজগেট বিধ্বস্ত হয়। এতে চরম ভোগান্তিতে পরেন অআমড়াগাছিয়া ও সাপলেজা ইউনিয়নের প্রায় ১০ হাজার লোকজন।

হোগলপাতি গ্রামে রয়েছে একটি দাখিল মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয়, ক্ষুদ্র দুটি বাজার ও একটি মাছের আড়ৎ। স্লুইজগেট বিধ্বস্ত হওয়ায় স্থানীয়রা কাঠের ব্রিজ তৈরী করে অত্যান্ত ঝুঁকি নিয়ে গাড়ি ও লোকজন চলাচল করছেন। কাঠের ব্রিজটিও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিনিয়ত দূর্ঘটনাও ঘটছে। যে কোন সময় এ কাঠের ব্রিজটি ভেঙে পরার সম্ভবনাও রয়েছে।

হোগলপাতি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মো. এছাহাক তালুকদার বলেন, ঘূর্ণিঝড় রিমাল ওয়াপদার বেড়িবাধটি বিধ্বস্ত হয়। এখানের মাদ্রাসা ও স্কুলে শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে আসে। মাছের আড়তে গাড়ী আসতে পারে না। সরাসারি দুটি ইউনিয়নের পাশাপাশি অন্যান্য এলাকার লোকজনও সরাসরি আসতে পারে না। তিনি এখানে পুণঃরায় স্থায়ী স্লুইজগেট বা ব্রিজ নির্মান করার দাবী জানান। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, সরেজমিনে পরিদর্শণ করে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement