মঠবাড়ীয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে মিনি ম্যারাথন প্রতিযোগিতা  

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

মঠবাড়ীয়ায় তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান ধারণ করে সকাল  সাড়ে ১০ টায় সোনাখালী বাজার থেকে টিকিকাটা ইউনিয়ন পরিষদ পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৮ থেকে ৪০ বছর বয়সী মঠবাড়ীয়ার বিভিন্ন এলাকার অংশগ্রহণকারীরা এই প্রতিযোগিতায় উচ্ছ্বাস নিয়ে অংশ নেন। অংশগ্রহণের জন্য সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সোনাখালী বাজারে স্থাপিত রেজিস্ট্রেশন বুথে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাইফুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধি বিএনপি নেতা কে এম হুমায়ুন কবির ও আবু বক্কর সিদ্দিকী বাদল। তারা তারুণ্যের শক্তি ও উদ্যমকে উৎসাহিত করতে এমন আয়োজনের প্রশংসা করেন।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগ তরুণ সমাজকে উৎসাহিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা ও ক্রীড়াপ্রেমের প্রসার ঘটানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আয়োজনটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement