আমাদের কণ্ঠ প্রতিবেদক:
কেরাণীগঞ্জের জিনজিরা ইউনিয়ানাধিন মডেলটাউন আবাসিক এলাকার অত্যাধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান মডেল ইসলামিক স্কুল আ্যান্ড মাদরাসার বাৎসরিক ক্লাস সমাপনী অনুষ্ঠান গত ১ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া-মোনাজাতের আয়েজন করেন মাদরাসা কর্তৃপক্ষ। অত্যন্ত আনন্দঘন পরিবেশে মাদরাসা অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো.রুহুল আমীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল্লাহ বিন আজিজ, এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সন্তুষ্টি টাওয়ারের সত্বাধিকারি আকতার হোসেন হীরা,সৌদি প্রবাসী আমিনুল রশিদ রিপন, মো.আলাউদ্দিন,প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক মো.আরিফুল ইসলাম, হাফেজ মাওলানা মো. মনিরুল ইসলাম,মাওলানা মো.সালাহউদ্দিন,মো.সাইদুর রহমান প্রমুখ। এছাড়াও শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।