ময়মনসিংহে মহিলা লীগের নেত্রীর বিরুদ্ধে মামলা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

স্টাফ রিপোর্টার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সংসদ সদস্য বিএনপিনেত্রী রুমিন ফারহানাকে নিয়ে মানহানিকর মন্তব্য করায় মহানগর মহিলা লীগের সহ-সভাপতি ও মহানগর কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেক মসিক এর প্যানেল মেয়র মোছা. শামীমা আক্তারের (৪৫) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইবুনাল আদালতে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমেদ সজীব বাদী হয়ে এই মামলাটি দায়ের করা হয়।

সাইবার নিরাপত্তা আইনে বাদী এই মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্য এড. আরিফুল ইসলাম সোহাগ।

তিনি জানান, ২০২২ সালের ২৪ ডিসেম্বর আসামি শামীমা আক্তার বিভিন্ন ইলেক্টনিক মিডিয়ায়  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সংসদ সদস্য বিএনপিনেত্রী রুমিন ফারহানার বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মানহানিকর, মিথ্যা, ভুয়া ও অশালীন মন্তব্য করেন। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বিএনপির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে।

মামলার বাদী মো. বুলবুল আহমেদ সজীব বলেন, মানহানির অভিযোগে বিজ্ঞ আদালতে আমি এই মামলাটি দায়ের করেছি। আশা করছি আমি ন্যায় বিচার পাবো।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement