ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ক্যান্সার আক্রান্ত গৃহবধূ লায়লা আরজু (৬০)-কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা । বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত লায়লা আরজু মো. সেকেন্দার আলীর স্ত্রী এবং দুই সন্তানের জননী। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার সন্তানরা ঢাকায় বসবাস করেন।
লায়লা আরজুর স্বামী মো. সেকেন্দার আলী জানান, সকালে বাজার করতে স্থানীয় বানিয়াজুরী বাজারে যান তিনি। সকাল ৮টার দিকে বাড়ি ফিরে দ্বিতীয় তলার একটি কক্ষে স্ত্রীর গলা কাটা রক্তাক্ত দেহ দেখতে পান।
ঘিওর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে ফরেনসিক টিম এসে আলামত সংগ্রহ করেছে।
পুলিশ প্রাথমিক তদন্তে সন্দেহভাজন হিসেবে বাড়ির কাজের মহিলা সাইদা বেগম (৩৮) এবং তার স্বামী মো. হালিম (৪৮)-কে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, “সকাল পৌনে ৮টার দিকে এক বা একাধিক দুর্বৃত্ত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছি। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা সাদিয়া চৌধুরী বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফরেনসিক রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।