রাজশাহী ব্যুরো:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বুধবার (১১ ডিসেম্বর) যন্ত্রকৌশল অনুষদের আয়োজনে ১১, ১২ ও ১৩ ডিসেম্বর তিন দিনব্যাপী ৬ষ্ঠ ‘মেকানিক্যাল, ইন্ডাষ্ট্রিয়াল এন্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং” বিষয়ক আর্ন্তজাতিক কনফারেন্স শুরু হয়েছে।
সকাল ১০ টায় কেন্দ্রীয় মিলনায়নে এই কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। তিন দিনব্যাপী আয়োজিত এই কনফারেন্সের এবারের প্রতিপাদ্য বিষয় হলো “ ওহহড়াধঃরহম ভড়ৎ ওসঢ়ধপঃ: অফাধহপবসবহঃং রহ গবপযধহরপধষ, ওহফঁংঃৎরধষ, ধহফ গধঃবৎরধষং ঊহমরহববৎরহম ভড়ৎ ধ ঝঁংঃধরহধনষব ঋঁঃঁৎব. ”
যন্ত্রকৌশল অনুষদের ডীন ও কনফারেন্স আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো:রোকনুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আজিজ, কনফারেন্সের পৃষ্ঠপোষক ও ইন্ডাষ্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো:মোশাররফ হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কনফারেন্স আয়োজক কমিটির সেক্রেটারী ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষার। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগণ, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, ব্রুনাই ও হংকং সহ দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশথ একাডেমিশিয়ান, গবেষক ও বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন। কনফারেন্সে ১৭৩টি টেকনিক্যাল পেপার ও ০৮ টি কি-নোট পেপার উপস্থাপন করা হবে এবং সেরা ০৭টি পেপারকে পুরস্কৃত করা হবে।