শ্রীপুর বাজার নিরাপত্তা ও ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

 

সেলিম শেখ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর বাজার নিরাপত্তা ও ব্যবসায়ী পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শ্রীপুর নবারুন ক্লাব ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোট প্রদান করেন।

প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির সরকার জানান, নির্বাচনে ৬টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। মোট ৮৭৭ জন ভোটারের মধ্যে ৭৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যা ৭ টায় নির্বাচনে ফলাফল ঘোষনা করেন পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন।

নির্বাচনে সভাপতি পদে আরিফ সিদ্দিকী (চেয়ার) ২৫১ ভোট, সিনিয়র সহ-সভাপতি নবীন সরকার (চশমা) ৪৫৯ ভোট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (মই) ২৭৭ ভোট, সিনিয়র যুগ্ন সম্পাদক হাদিউল ইসলাম (তালা চাবি) ৪০৮ ভোট, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর (মোরগ) ২৭৮ ভোট এবং কোষাধক্ষ্য ফখরুল ইসলাম (কলস) ২৬০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারী নির্বাচন কমিশনার মশিউর রহমান খান টিটু জানান, উৎসবমুখর পরিবেশে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল সার্বক্ষনিক নির্বাচনের খোঁজ খবর নিয়েছেন এবং ভোট কেন্দ্র পরিদর্শণ করেছেন।

নির্বাচিত সভাপতি আরিফ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ভোট হওয়াতে আমরা আনন্দিত। আমাদের দেওয়া সকল প্রতিশ্রæতি বাস্তবায়ন করে শ্রীপুর বাজারের সকল ব্যাবসায়ীকে সাথে নিয়ে বাজারকে একটি বৈষম্যহীন ব্যবসায়ী বাজারে পরিণত করা চেষ্টা করব। যে সকল সমস্যাগুলো বিদ্যমান আছে তা নিরসন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *