মৌলভীবাজার প্রতিনিধিঃ
হিজড়া ও হিজড়াদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ তৈরিতে কমিউনিটির নেতৃত্বে স্থানীয় অংশীজনদের সাথে এডভোকেসি সভা ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত হয়েছে আইসিডিডিআর,বি অফিস, শ্রীমঙ্গল মিলনায়তনে।
শ্রীমঙ্গল, ফিন্ড সুপার ভাইজার মোঃ আল আমিন ভূঁইয়া’র সঞ্চালনায় আয়োজিত সভায় রির্সোস পারসন হিসাবে ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও প:প : কর্মকতা মো: সাজ্জাদ হোসেন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা য্বু উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, দৈনিক আমাদের কন্ঠ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো: মশাহিদ আহমদ, শ্রীমঙ্গল থানার এসআই শ্যামল কুমার নন্দী, ইমাম, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিনিধি ও হিজড়া প্রতিনিধি প্রমুখ।
এডভোকেসি সভায় জানানো হয়- জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রামের তত্বাবধানে এবং গ্লোবাল ফান্ডের অর্থায়নে আইসিডিডিআর,বি মৌলভীবাজার জেলাসহ মোট ২৩টি জেলায় ৬৪টি সেবাকেন্দ্রর মাধ্যমে ঝুঁকিপূর্ণ/ লৈঙ্গিক বৈচিত্রময় জনগোষ্ঠির মধ্যে এইচআইভি প্রতিরোধ সমন্বিত প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহনকারী এবং যৌনসর্ম্পকে লিপ্ত পুরুষ জনগোষ্ঠির মধ্যে এইচআইভি সংক্রমণের হার অন্যান্য মূল জনগোষ্ঠির তুলনায় বেশি। এই বাধাগুলি কাটিয়ে ওঠার জন্য এই জনগোষ্ঠির ক্ষমতায়ন করা জরুরী, যাতে তারা নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে তাদের চ্যালেঞ্জ নিয়ে মুক্ত আলোচনা করতে পারে, অভিজ্ঞতা বিনিময় করতে পারে এবং যৌথভাবে সমাধানের পথ খুঁজে পায়।