ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:
দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলামের বিরুদ্ধে ইন্দুরকানীতে দায়ের করা একটি মামলাকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করা হয়েছে। অভিযোগ ওঠে, সম্প্রতি এলাকায় ঘটে যাওয়া এক মারামারির ঘটনায় তার সংশ্লিষ্টতা রয়েছে। তবে সাংবাদিক রফিকুল দাবি করেছেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং ঘটনার সময় ঢাকায় তার পত্রিকার অফিসে দায়িত্ব পালন করছিলেন।
মামলাটি করেছেন স্থানীয় বাসিন্দা জামাল হাওলাদার। এ বিষয়ে সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, “মিথ্যা মামলায় জড়ানো আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। এটি আমার পেশাগত জীবনের সুনাম ক্ষুণ্ন করার একটি ষড়যন্ত্র।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার বাদী জামাল হাওলাদার ও তার ভাই জালাল হাওলাদারের বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত বেশ কিছু অভিযোগ রয়েছে। জালাল হাওলাদার খুলনার ভূমি অফিসে কর্মরত এবং তার প্রভাব কাজে লাগিয়ে গ্রামে থাকা জামাল হাওলাদার সাধারণ মানুষের জমি দখলের কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, “মামলাটি তদন্তাধীন রয়েছে। আমরা সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
মামলার বাদীর বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে মুঠোফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, সাংবাদিক রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা মামলাটির নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়েছন।