আক্তারুল ইসলাম, সাতক্ষীরা
সাতক্ষীরার তালা উপজেলার ৭ নং ইসলামকাটি ইউনিয়নের নাংলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক অবৈধভাবে রাস্তার গাছ কেটে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
এটনায় তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমানের নির্দেশে ইসলামকাটি ইউনিয়ন ভূমি সহকারী মোঃ জিল্লুল রহমান গাছগুলো জব্দ করেছে।
ঘটনার বিবরনে জানাযায়, নাংলা দাখিল মাদ্রাসার রাস্তার পাশ থেকে ৩ টা মেহগনি গাছ কোন প্রকার অনুমতি ছাড়া কর্তন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নায়েব ঘটনাস্থালে গিয়ে গাছ কাটা বন্ধ করে এবং কাটা গাছগুলো জব্দ করেন। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।
এ বিষয়ে নাংলা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মুস্তাকিম বিল্লাহর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমাদের ১ টা বেল গাছ, ২ টা নারকেল গাছ ও ৩ টা মেহগুনি গাছ কাটার অনুমতি আছে। এই কাঠগুলো মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।
কার নিকট থেকে অনুমতি নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন,সাতক্ষীরা এডিসি রেভিনিউ বিষ্ণুপদ পালের নিকট থেকে অনুমতি নিয়েছি।এছাড়াও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের নিকট থেকেও অনুমতি নিয়েছি।
বিষয়টি নিয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলের নিকট জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কারোর সাথে আমার কথা হয়নি।
এ বিষয়ে তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মাসুদুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, গাছ ৩ টা রাস্তার সীমানার মধ্যে পড়ায় জব্দ করার অনুমতি দিয়েছি। গাছ কাটার অনুমতি এডিসি দিতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, দিতে পারে কিনা তা আমার জানা নেই তারপরও অনুমতিপত্র আছে কিনা আমরা তদন্ত করে দেখবো।
এ বিষয়ে ইসলামকাটি ইউনিয়ন ভূমি সহকারী মোহাম্মদ জিল্লুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি শুনে স্যারের অনুমতি নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাঠগুলো জব্দ করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।