শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, জুলুমকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম চালিয়ে যেতে হবে। লেখনির মাধ্যমে ভালো কাজকে উৎসাহিত করতে হবে এবং মন্দ কাজ তুলে আনতে হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি এবং শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে দেশব্যাপী সাংবাদিকদের ওপর মামলা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি তাজুল ইসলাম সানির সভাপতিত্বে এবং শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেনের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা রায়হানুল ইসলাম আকন্দ, মোহনা টেলিভিশন ও যায়যায়দিনের প্রতিনিধি প্রভাষক আলফাজ সরকার আকাশ, এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রুবেল, সাবেক সভাপতি আনিছুর রহমান শামীম, সাবেক সাধারণ সম্পাদক সেলিম শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ও আবু সাঈদ, কোষাধ্যক্ষ সাদেক মিয়া, এস এম জরিুল ইসলাম, শ্রীপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন, দৈনিক আজকের দর্পনের প্রতিনিধি নাজমুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, মফস্বল পর্যায়ে সাংবাদিকতার ঝুঁকি অনেক বেশি। মাঠে কাজ করতে গিয়ে প্রতিনিয়িতই হামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। সাংবাদিকদের ওপর হামলা নিত্যদিনের চিত্র হয়ে উঠেছে। কখনো সরকারি লোকের হাতে, কখনো বিরোধী দলের লোকের হাতে। পক্ষে গেলে শুভ কামনা, বিপক্ষে গেলে হুমকি, হামলা। আগে ফোনে হুমকি দিত, এখন প্রকাশ্যে হুমকি দিচ্ছে। সমালোচনা সহ্য করা যায়, কিন্তু নির্যাতন সহ্য করা যায় না। সাংবাদিকেরা সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতিকারীরা যেভাবে হামলা চালিয়েছে এটি ন্যাক্কারজনক এবং গণমাধ্যমের জন্য হুমকি। রাষ্ট্রের কাছে দাবী থাকবে সাংবাদিকদের দায়িত্ব পালনে নিরাপত্তার জায়গাটি নিশ্চিত করতে হবে।
উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন, দৈনিক ভোরের আকাশের স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান ইকবাল, চ্যানেলে এস’র শ্রীপুর প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক বর্তমান কথার শ্রীপুর প্রতিনিধি এস এম দুর্জয়, রাজধানী টিভির প্রতিনিধি মাসুম, দৈনিক অনুসন্ধান প্রতিদিনের প্রতিনিধি এম মুনসুরুল ইসলাম মাসুম, দৈনিক দেশ প্রতিদিনের ওসমান গণি, এশিয়ান টিভির ক্যামেরা পার্সন মোহাম্মদ ওসামা।