সিনেমার দিকে ঝুঁকলেও, নায়িকা হওয়ার ইচ্ছা পূরণ হয়নি তানিয়া বৃষ্টির !

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ছোটপর্দার নায়িকা হিসেবে ব্যাপক জনপ্রিয় তানিয়া বৃষ্টি। তবে ইচ্ছে ছিল বড় পর্দায় নায়িকা হবেন। কিন্তু সেই আশা তার সেভাবে পূরণ হয়নি। এর পেছনে আছে বিড়ম্বনাদায়ক ঘটনা তাই মনে করতে চান না এই অভিনেত্রী।

ছোটপর্দার নায়িকা হিসেবে নিয়মিত নাটকে অভিনয় করছেন বৃষ্টি। গত ঈদুল ফিতর থেকে বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে বিভিন্ন মিডিয়ায় । সেসবের মধ্যে ‘লতিফ দপ্তরি’, ‘আইসিইউ’, ‘ছোবল’, ‘সব দোষ হোসেন আলীর’, ‘কাছের মানুষ’, ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে। ইচ্ছে পূরণ করতে সিনেমার দিকে ঝুঁকেছিলেনও। কিন্তু তার সেই অভিজ্ঞতা ভালো ছিল না। কারণ জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘নায়িকা হওয়ার জন্য সিনেমার প্রস্তাবের পাশাপাশি যেসব প্রস্তাব আসছিল, সেসব আর নিতে পারছিলাম না। সে কারণেই আর সিনেমায় কাজ করা হয়নি। হয়তো একদিন আশা পূরণ হবে।

অভিনেত্রী বৃষ্টিকে শিগগিরই দেখা যাবে ‘চেয়েছিলাম’ নামে একটি নাটকে। এই নাটকে শিউলি চরিত্রে অভিনয় করেছেন তিনি।তার অভিনয় চরিতত্রে প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তার চরিত্র ফুটে উঠেছে। সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তার প্রেমে পড়েন। একপর্যায়ে দেখেন ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার সাবেক প্রেমিক। তানিয়া বৃষ্টি বলেন, ‘এই নাটকের গল্পটা অসাধারণ। পরিচালকও খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে।’

‘চেয়েছিলাম’ নাটকের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে লিখেছেন আপেল আকবর এবং পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস। তিনি বলেন, ‘কর্পোরেট প্রতিষ্ঠানের নানা অসঙ্গতি নিয়ে নাটকের গল্প সাজানো হলেও প্রেম-ভালোবাসাও আছে এতে। আশা করছি দর্শকরা খুবই ইনজয় করবে।’

দূর্বার টেকনোলজিস লিমিটেডের ব্যানারে গত ২৫ আগস্ট থেকে রাজধানীর উত্তরা ও শ্যামলীসহ বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিগগিরই নাটকটি দেখা যাবে জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement