সিরাজদিখানে আলুক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

দেশের অন্যতম বৃহত আলু উৎপাদনকারী অঞ্চল সিরাজদিখান। উপজেলা জুড়ে বিস্তীর্ণ জমিতে আলু আর আলু চারায় সবুজের সমারোহ। সপ্তাহ তিনেক পরই এ জেলা জুড়ে আলু উত্তোলনের মহোৎসব শুরু হতে যাচ্ছে। তাই উত্তোলন করার পূর্বে শেষ মুহুর্তে আলু চারার পরিচর্যায় এখন ব্যস্ত এ অঞ্চলের কৃষক।

লাভের মুখ দেখার আশায় বুক বেঁধে আছেন উপজেলার ১০ হাজার আলু চাষী। সোমবার সরেজমিনে বালুচর, ইছাপুরা, রশুনিয়া ইউনিয়নে ঘুরে আলুর জমি পরিচর্যায় কৃষকের ব্যস্ততার চিত্র ফুটে উঠেছে।

আলু চাষী সাখাওয়াত বেপারী জানান, সাধারনত: জানুয়ারী মাসের শেষেরদিকে উপজেলার গ্রাম গুলোতে আলু উত্তোলনের মহোৎসব শুরু হয়ে থাকে। তাই শেষ মুহুর্তে আলুর জমিতে পরিচর্যার কাজ চলছে।

এবার আলুর ভালো ফলনের সম্ভাবনার কথা জানালেন বয়রাগাদি ইউনিয়নের কৃষক আল-মাসুদ। তিনি বলেন- গত বছর আলুর দাম ভালো পেয়েছি তবে তার আগের  চার-পাঁচ বছর লোকসানে সর্বশান্ত হয়েছেন কৃষক। তবে এবার আলুতে ভালো দাম পাবেন-এমন আশা করছেন। কাজেই আগের লোকসান পুষিয়ে উঠা সম্ভব হতে পারে ।

উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার উপজেলায় ৮ হাজার ৯৮০ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। গত বছর আবাদের পরিমান ছিল ৮ হাজার ৭৫০ হেক্টর । আবাদ করা ওই জমিতে হেক্টর প্রতি প্রায় ৩ মেট্রিক টন আলু উৎপাদন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। সেই হিসেবে এবার উপজেলায় প্রায় ৩ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র  জানান, ‘গেলো বছর কৃষক আলুর ভালো ফলন ও ভালো দাম পাওয়ার কারেনে এ বছর আলু আবাদের পরিমান বেড়েছে। এখনো পর্যন্ত আবহাওয়া কৃষকের অনুকুলে রয়েছে প্রাকৃতিক কোন দুর্যোগ না আসলে আশা করছি এ বছরও ভালো ফলন পাবে কৃষকরা ।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement