সিরাত মাহফিলে ঐক্যের ডাক দিলেন আবু জাফর কাশেমী

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

 

আমাদের কন্ঠ প্রতিবেদকঃ

 

বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) প্রধান আমির শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমী সিরাত মাহফিলে ঐক্যের ডাক দিয়ে বলেছেন, শুধু সিরাত আলোচনা বা শুনলেই হবে না। আজ আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। সেটা হচ্ছে ঐক্যের সিদ্ধান্ত। ঐক্যের মাধ্যমে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের মতো স্বৈরশাসন যেন আবারো মাথার ওপরে ছায়া করতে না পারে। সেজন্য আপসের ভিত্তিতে আমাদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

 

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান মাঠে জাতীয় সিরাত উদযাপন কমিটি আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে তিনি এ কথা বলেন।

 

মাওলানা আবু জাফর কাশেমী আরও বলেন, দীর্ঘদিন পর খোলা আকাশের নিচে রাসূল (সা.) এর সিরাত আলোচনা হচ্ছে। বিগত স্বৈরাচারী সরকার আমাদের বাকস্বাধীনতা রুদ্ধ করে রেখেছিল। এরকম মাহফিল করার অনুমতি দেওয়া হতো না।

 

তিনি সকলের প্রতি আহ্বান রেখে বলেন, আমরা আপসের ভিত্তিতে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলেছেন ‘ওয়া তাছিমু বিহাব লিল্লাহি ওয়া জামিয়াও তাফারাকু।’ শক্তভাবে আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরতে হবে। হাফেজ্জি হুজুরের আহ্বান ছিল, এক হও এক হও। আমাদের এক হয়ে আল্লাহর আইন ও রাসূলের আদর্শ বাস্তবায়নে কাজ করে যেতে হবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, শায়খ মাওলানা আব্দুল হামিদ, ড. মুফতি আবু ইউসুফ খান, মাওলানা শাখাওয়াত হোসাইন রাজী, ড. খলিলুর রহমান মাদানী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, প্রফেসর ড. রফিকুর রহমান মাদানী, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা ড. জাকারিয়া নূর, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন, হাফেজ মাওলানা মুফতি আমীর হামজা।

অনুষ্ঠানের বক্তব্যের ফাঁকে ফাঁকে ইসলামী সঙ্গীত পরিবেশন পরিবেশন করছেন সাইমুম, মহানগর, অনুপম, জাগরণ, সওগাত নিমন্ত্রণ শিল্পীগোষ্ঠীসহ দেশের খ্যাতনামা শিল্পী গোষ্ঠী ও শিল্পীবৃন্দ।

 

এছাড়াও সিরাতুন্নবী মাহফিলে মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *