সুন্দরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে জামাতে ইসলামের খাদ্য সামগ্রী বিতরণ  

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:

সুন্দরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুন্দরগঞ্জ বাজারে  উপজেলা কেন্দ্রীয় মন্দরিরে সনাতন ধর্মাবলম্বী  অসহায় ও দুস্থ পরিবারের  মাঝে চাল,ডাল,তেল,চিনি,সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী   বিতরণ করেন উপজেলা জামাতে ইসলাম।

এ সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা জামাতের  নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামাতের আমির শহিদুল ইসলাম মঞ্জু,উপজেলা জামাতের সেক্রেটারি আতাউর রহমান, পৌর জামাতের আমির একরামুল হক,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতিসহ ইউনিয়ন ও উপজেলা জামাতের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি বলেন,”শারদীয় দুর্গাপূজা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে থাকবে আনসার, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি জামাতের কর্মীবৃন্দ । তাই আমরা অনেক সাবধানে থাকবো, সতর্ক থাকবো। আমাদের একটি চমৎকার টিম রয়েছে। দুর্গাপূজা ঘিরে কোথাও ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা ঘটলে বা ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে তা আমাদেরকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। প্রত্যেক পূজা মণ্ডপে জামাতি ইসলামের কর্মীরা সব সময় সজাগ থাকবে। পূজা সংক্রান্তে যে কোন বিষয়ে অবহিত করতে আমাদের   কন্ট্রোল রুম থাকবে।পূজায় বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর প্রস্তুত রাখতে হবে। নারী–পুরুষ যাতে সুশৃঙ্খলভাবে পূজা মন্ডপে যাতায়াত করতে পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে। সকলের মাঝে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকুক এটাই আমাদের সকলের প্রত্যাশা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *