স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হামলার অভিযোগ তুলে ৪ বাড়িতে ভাংচুর

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিসা আক্তার দিনা, গোপালগঞ্জ:

মিটু মোল্লা নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি সদস্যের ওপর হামলা করার অভিযোগ তুলে বিরোধী গ্ৰুপের ৪ বাড়িতে ভাংচুর ও লুটপাট করার ঘটনা ঘটেছে। ভাংচুরের সময় নারী সহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। এছাড়াও ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বেশ কিছু ফলোজ গাছ কেটে ফেলে হামলা কারিরা।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একাধিক সদস্য সাংবাদিকদের জানান, হামলায় মিটু মেম্বর গ্ৰুপের চিহ্নিত সন্ত্রাসী রূহুল আমিন, শাহীদ দাড়িয়া, নাদের মোল্লা, আমানত মুন্সী, লাবু মোল্লা, বাবলু মোল্লা মিঠু মোল্লার তিন ছেলে, বাবু মোল্লা, লিমন মোল্লা ও সালমান মোল্লা সহ প্রায় ৫০ জনের একটি সশস্ত্র দল অংশগ্রহণ করে। খবর পেয় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার ২১ নং বোড়াশী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা করতে পারেনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। পুনরায় আবারো হামলা হওয়ার ভয়ে বাড়িতে যেতে পারছেনা ওই চার পরিবারের মানুষ।
সরজমিনে গিয়ে গ্ৰামবাসীর সাথে কথা বলে জানা যায়, গত রবিবার (৩০ মার্চ) রাত আনুমানিক ১২টার দিকে বোড়াশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মিটু মোল্লা টুঙ্গিপাড়া থেকে বাড়িতে ফেরার পথে বর্ণী বাশুড়িয়া এলাকার আয়ুব মোল্লার বাড়ির পাশে সন্ত্রাসীদের হামলার শিকার হন। এতে মিঠু মোল্লা গুরুতর আহত হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মিটু গ্ৰুপের লোকজন রাত আনুমানিক ১টার সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নওশের মোল্লা গ্ৰুপের সুফি মোল্লা, জাহীদ মোল্লা, মনিরুজ্জামান মোল্লা ও দুদু মল্লিকের বাড়িঘরে হামলা চালায়। এসময় বাড়ির পুরুষ ছেলেরা জীবন বাঁচাতে পালিয়ে গেলে নারী ও শিশুরা মারাত্মক ভাবে আক্রান্ত হয়। এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, মিটু মোল্লা ও নওশের মোল্লা গ্ৰুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন মামলা হামলার ঘটনা ঘটে চলছে।

আরমান মোল্লা ও কামরুজ্জামান মোল্লা সাংবাদিকদের বলেন, মেম্বর মিটু মোল্লা একজন সন্ত্রাসী, ভূমিদস্যু, ঘুষখোর ও দালাল প্রকৃতির মানুষ। তার একটি বড় লাঠিয়াল বাহিনী রয়েছে। সে এলাকায় গ্ৰুপিং সৃষ্টি করে সাধারণ মানুষদের বিপদে ফেলে সালিশ করে ঘুষ খায়। কোন কর্ম না করেও আলিশান বাড়ি করেছে। একজন ইউপি মেম্বরের বেতন কত? মিটু মোল্লা রানিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হলেও ভোল্ট পাল্টে বর্তমানে বিএনপির নেতাদের সাথে আঁতাত করে ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে।

অপরদিকে মিটু মোল্লার মেয়ে ও তার সমর্থকরা সাংবাদিকদের বলেন, মিটু মোল্লার ওপর পরিকল্পিত ভাবে হামলা করেছে নওশের মোল্লার লোকজন। আমরা তাদের বাড়িঘরে হামলা করিনি, তারা নিজেরাই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে আমাদের নামে অপপ্রচার করছে।

এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমন বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিটু মোল্লা ও নওশের গ্ৰুপের মধ্যে পূর্ব থেকেই পাল্টাপাল্টি মামলা রয়েছে। নওশের গ্ৰুপের ঘরবাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement